টাঙ্গাইলে ভূঞাপুরে মেছোবাঘ উদ্ধার

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলর ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের একটি বসত ঘরে খাদ্যের সন্ধানে ঢুকে পড়লে গ্রামবাসী একটি মেছোবাঘ আটক করে। শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন পরিদর্শন করে মেছোবাঘটির বিষয়ে বনবিভাগকে জানান।

গাবিদাসী ইউনিয়ন পরিষদর সদস্য রফিকুল ইসলাম দুলাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মেছোবাঘটি খাদ্যের সন্ধানে একটি বসত ঘরে ঢুকে পড়লে কয়কজন মিল জাল দিয় বাঘটিকে আটক করে। এসময় বাঘের কামড়ে একজন আহত হন।

উপজলা নির্বাহী কর্মকতা ঝোটন চন্দ বলেন, এটি একটি বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী। স্থানীয়রা যাতে বাঘটিকে মেরে ফেলতে না পারে তার জন্য দ্রুুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য খাঁচায় রাখা হয়েছে। বাঘটি বনে অবমুক্ত করার জন্য বনবিভাগকে অবহিত করা হয়েছে।