ঢাকার নবাবগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলার নবাবগঞ্জ থানা ও দোহার থানা কমিউনিটি পুলিশিং সেল আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ কনিবার দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দোহার- নবাবগঞ্জের প্রতিটি মসজিদ মাদ্রাসার আলেমদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান৷

এসময় বক্তারা বলেন, মাদক বিক্রেতা, সন্ত্রাস ও জঙ্গিবাদীরা দেশের শত্রু। আপনার সন্তানকে শিক্ষিক হিসেবে গড়ে তুলতে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে বিরত রাখুন৷ কোথাও সন্ত্রাসী কর্মকা- দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাছুম ভূইয়া, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন , নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারন সম্পাদক জালাল উদ্দিনসহ দোহার নবাবগঞ্জের প্রতিটি মসজিদ মাদরাসার আলেমগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ৷