ধুনটে ১৬০০ মিটার কারেন্ট জাল জব্দ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযানে ১৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ট পর্যন্ত ভান্ডারবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য প্রায় ৩৮০০০/- টাকা। মঙ্গলবার সকালে জব্দ জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার জিন্নাত রেহানা, মহিলা বিষয়ক প্রশিক্ষক আনোয়ারা বেগম, সমবায় কর্মকর্তা শারমিন সুলতানা, মস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ক্ষেত সহকারী মোসলেম উদ্দিন, সাজ্জাদুর রহমান, আজিজা খাতুন, অফিস সহকারী হারুন অর রশিদ ও ধুনট থানার এএসআই মাহাবুবুর রহমান।