নন্দীগ্রামে সাংস্কৃতিক উসব ও লোকজ মেলা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে জনসাধারণকে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর শহীদ মিনার চত্বরে লোকজ মেলায় গ্রামীণ লাঠি খেলা, হা-ডু-ডু খেলা, জাদু প্রর্দশনী সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।