নাটোরের বাউয়েট ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শপথ

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধিঃ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে ক্যাম্পাসের রদেভোঁ অডিটরিয়ামে সাপ্তাহিক শিক্ষার্থী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একযোগে এই শপথ বাক্য পাঠ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কার্যক্রম গ্রহণ কমিটির সভাপতি সমাবেশে বক্তব্য রাখেন। কমিটির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রারসহ অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।