নাটোরের সিংড়ায় বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড

নাটোর প্রতিনিধি: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরের সিংড়ায় বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। উপজেলা বিএনপির কার্যালয় থেকে রবিবার সকাল ১১টায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ এর নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করে।

এসময় পুলিশি বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ গফুর, রিয়াদ মোস্তফা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মজনু, শফিকুল ইসলাম জুইস, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মমিন, সবুজ মাহমুদ, মস্যজীবি দলের সাধারণ সম্পাদক নাজমুল হক, যুবদল নেতা মালেক, হেলাল, বিদ্যুত প্রমুখ।

একই সময়ে পৌর বিএনপির কার্যালয় থেকে পৃথক মিছিল বের করলে সেখানেও পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সহ-সভাপতি, শাখাওয়াত হোসেন, শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, মহিদুল, হারুন, বাবলু প্রমুখ।