নাটোরে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে ১৩ জনের কারাদন্ড

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোর জেলার সদর উপজেলায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে ১৩জন মাদক সেবী ও ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছে র‌্যাব-৫এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ অক্টোবর) র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ লিটার চোলাইমদসহ সদর উপজেলার আলাইপুর এলাকার মৃত অরুন দাসের ছেলে সাধন দাস (৪২), হরিশপুর এলাকার মৃত আঃ মালেকের ছেলে আবুল হোসেন (৫৫), কানাইখালীর ফারুক হোসেনের ছেলে শফিকুল ইসলাম ড্রাইভার (৪৮), কান্দিভিটা এলাকার কবির প্রাংএর ছেলে নবীর হোসেন (৫০), বড় বাড়ী বাজাপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মিন্টু খাঁ (৪০), উত্তর চৌকিরপাড় এলাকার মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে শ্রী হানার চন্দ্র সরকার (৪৫), নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের মৃত সরাফত আলীর ছেলে ফারুক হোসেন (৩৬), হুগোল বাড়িয়া গ্রামের আঃ সামাদের ছেলে জাহাংগীর আলম (২৭), তেবাড়িয়া এলাকার রজব আলীর ছেলে জহির রায়হান (২৫), ভবানীগঞ্জ মোড় এলাকার মৃত সুজন মিয়ার ছেলে মোহাম্মদ সোনার (৬০), পাটোয়াপাড়া এলাকার গোসাই চৌধুরীর ছেলে রতি কান্ত চৌধুরী (৩৫), কানাইখালী এলাকার মৃত রমজান আলীর ছেলে রজব আলী (৪৫), দিঘাপতিয়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে রাজু (২৫) কে আটককরে।

পরে আটককৃতদের কোম্পানী কমান্ডার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৯জন কে সাত দিন ও তিন দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ৪জন কে পাঁচশত টাকা করে সর্বমোট দুই হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেন।
পরে আদালতের নির্দেশে কারাদন্ড প্রাপ্ত আসামীগণকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়েছে।