নিকলীর প্রত্যন্ত অঞ্চলের ডুবি গ্রামে চিকিসা ক্যাম্প, চিকিসা ও ঔষধ পেল ২৫০ রোগী

এম.এম.রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রত্যন্ত অঞ্চল শিংপুর ইউনিয়নের ডুবি গ্রামে প্রায় সাড়ে চার হাজার লোকের বসবাস। তাদের চিকিসা ব্যবস্থার একমাত্র ভরসা ১০ কি.মি. দুরের নিকলী সদর হাসপাতাল যা নৌপথের পাড়ি।
চিকিসা সেবা বিরত ডুবি গ্রামের মানুষেরা কিশোরগঞ্জ জেলার আহাদ হৌমিও হলের সৌজন্যে শনিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী পেল চিকিসা সেবা।

চিকিসকবৃন্দ ২৫০জন রোগীকে প্রদান করে চিকিসা সেবা ও বিনামূল্যে ঔষধ। সর্বমোট নানাবিধ অসুস্থতায় আক্রান্ত ২৫০ জন রোগীকে প্রদান করা হয় চিকিসা সেবা। ক্যাম্পের আয়োজক ডাঃ সালাহউদ্দিন জানান, আমরা কিশোরগঞ্জের প্রত্যন্ত অ লগুলোতে এ সেবামূলক কার্যক্রম অব্যহত রেখেছি।

বিগত বছরগুলোর মত এবারও বেশ কয়েকটি বিনামূল্যে চিকিসা ক্যাম্প করার কার্যক্রম হাতে নিয়েছি। প্রত্যন্ত অঞ্চল ডুবি গ্রামে মানুষের অবস্থার কথা বিবেচনা করে আমাদের আজকের এই প্রচেষ্টা। ডুবি গ্রামের বাসিন্দাদের দাবী এরকম প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে নিয়মিত যেন আয়োজন করা হয় সেবাধর্মী চিকিসা কার্যক্রম।