নিম্নতম মজুরী ৮,০০০ টাকা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আজ ০২রা অক্টোবর ২০১৮ইং রোজ মঙ্গলবার, জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। পোশাক শিল্পে ন্যূনতম মজুরী ৮,০০০/- টাকা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করে গার্মেন্টস সেক্টরে ৬, ৫, ৪, ৩, ২, ১ সহ সকল গ্রেডের মজুরী নির্ধারণ করে অবিলম্বে গেজেট প্রকাশের দাবী জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম।

গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিক লীগের সহ-সভাপতি মরিয়ম আক্তার, ইউনাইটেড গার্মেন্টস অব ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শেহেলী আফরোজ লাভলী, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ কফিল, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীমা আক্তার শিরিন, বাংলাদেশ মেহনতি গার্মেন্টস এন্ড টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌসী বেগম, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার, বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরী ৮০০০/- ঘোষণা করেন। কিন্ত সাধারণ অপারেটর, জুনিয়র অপারেটর, সি: অপারেটরসহ আয়রনম্যান, প্যাকিংম্যান, ফল্ডিংম্যান, কোয়ালিটি, কাটিং, মার্কারম্যানসহ উর্ধ্বতন পদগুলোর মজুরি ঘোষণা না করায়। উক্ত গ্রেড সমূহের শ্রমিকদের মধ্যে উদ্বিগ্ন ও অসন্তোষ বিরাজ করছে। কিছু কিছু সংগঠন উক্ত অসন্তোষকে অস উদ্দেশ্যে কাজে লাগিয়ে গার্মেন্টস শিল্পকে হুমকির মুখে ঠেলে দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে পারে।

মালিকপক্ষ উক্ত গ্রেড সমূহে মজুরী নির্ধারণের ক্ষেত্রে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানতে পেরেছি। সাধারণ অপারেটর, জুনিয়র অপারেটর, সি: অপারেটরসহ আয়রনম্যান, প্যাকিংম্যান, ফল্ডিংম্যান, কোয়ালিটি, কাটিং, মার্কারম্যানসহ উর্ধ্বতন পদগুলোর মজুরি ঘোষণা করে উল্লেখিত পদের গ্রেড সমূহ ২০১৩ সালে যে ধাপে গ্রেডগুলো বৃদ্ধি করা হয়েছে তারই ধারাবাহিকতা বঝায় রেখে শ্রমিকদের মূল মজুরী (বেসিক) ৬০% করাসহ উপরোক্ত গ্রেডগুলো অনতিবিলম্বে গেজেট প্রকাশে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।