নীলফামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শাহিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী ডোমারে প্রান্তিক কৃষকদের এগিয়ে নিতে রবিবার (২৮ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়। ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিনুর রহমান ও সাদিকুজ্জামান প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, এম.ও.পি সার ১০ কেজি, ডি.এ.পি সার ২০ কেজি করে বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল জলিল।