নড়াইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ উদ্বোধনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমানারা বেগম, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খাঁন নিলু প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যে বলেন, নড়াইল কারগরি প্রশিক্ষণ কেন্দ্র অত্র জেলার মানুষের মধ্যে কারিগরি জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।

সেই সাথে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার মাধ্যমে জনগণ মোটা অংকের বেতনে বিভিন্ন দেশে কাজ করার সুযোগ পাবে। এছাড়াও এখানকার প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের জনশক্তি বৃদ্ধি করা সম্ভব হবে বলেও তিনি মত প্রকাশ করেন।