পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ আহত ১৫

শেখ সম্রাট হোসাইন, পঞ্চগড়: পঞ্চগড়ে খাম্বাভর্তি ট্রাক ও বাসের সংঘর্ষে ১০ জন নিহতসহ আহত হয়েছে আরো ১৫ জন। দুর্ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় সাতমেরা ইউনিয়নের দশ মাইল এলাকায় মহাসড়কে ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় শহর থেকে একটি যাত্রীবাহী বাস বাংলাবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় তেঁতুলিয়া থেকে আসা বিদ্যুতের খাম্বাভর্তি একটি ট্রাক যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনা স্থানেই ৫ জন পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পর তিন জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে দুইজন মারা যায়। নিহতরা হলেন, লাভলী বেগম (২৯) ও তাঁর ছেলে ইয়াসিন আলী (৭), রেজাউল (২০) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের।

অনিত্য (২০), বোদা উপজেলার, রাসেল (২০), ইউনূস আলী (২৮), মোজাম্মেল হক (৩৫) ও মনির (৬) তেতুঁলিয়া ইউনিয়নের। ফরিদুল ইসলাম (৩০) বাংলাবান্ধা ইউনিয়নের। ও রাহেলা (৩৫)। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম আজম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।আহতরা সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।