পটুয়াখালীর কলাপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন

জাহিদ রিপন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২৭০ শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশন। এসব শিক্ষার্তীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান লেখা সংবলিত স্কুল ব্যাগ, স্কেল, খাতাসহ শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। এছাড়াও পাখিমারা প্রফুল্ল মনোভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোর্স চালু করতে ২০ হাজার টাকা প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশন দুদক পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয় এর উদ্যোগে মঙ্গলবার এসব উপকরণ বিতরন করা হয়। এ উপলক্ষ্যে মতবিনিময় সভা সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি-স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুদক পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক আরিফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ খান, পাখিমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম খান, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম শামসুদ্দিন, কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।