পিরোজপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে জেলা মহিলা পরিষদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবী জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে পিরোজপুর জেলা মহিলা পরিষদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী।

জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার স ালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যে পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার, জেলা মানবাধিকার কমিশানের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কান্তি মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অপর্ণা হালদার, প্রচার ও পাঠাগার সম্পাদক মাকুল খানম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ বাংলাদেশ। এর জন্য সকলকে একসঙ্গে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। আসন্ন শারদীয় দূর্গোসব পালনের সময়ে সকলে এগিয়ে আসতে হবে। ‘ধর্ম যার যার, উসব সবার’ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অহিংস বাংলাদেশ গড়ে প্রত্যয় ব্যক্ত করেন।