বগুড়ার শেরপুরে বেইলি ব্রিজ ভাঙ্গায় জনগনের ভোগান্তি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি (ভাংগা ব্রিজ) এলাকার দুইটি বেইলি ব্রিজের একটি গত সোমবার রাতে ভেঙ্গে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচল করা মানুষগুলো। ভুক্তভোগিদের প্রানের দাবি খুব দ্রুত বেইলি ব্রিজটি ভেঙ্গে ঢালাই ব্রিজ নির্মান করা হোক।

জানা যায়, বগুড়া জেলার শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি নামক এলাকায় বহু বছর আগে দুইটি বেইলি ব্রিজ নির্মান করা হয়েছিল। নির্মানের পর দু-একবার ব্রিজগুলোর প্লেট রিপিয়ারিং করা হয়েছিল। কিন্তু গত সোমবার রাতে ব্রিজের ৩ টি প্লেট একেবারে ভেঙ্গে যাওয়ার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ব্রিজের দুই পাশে যানবহনগুলো আটকে আছে। হালকা যানগুলো ভিন্ন রাস্তা দিয়ে গেলেও ভারি যানগুলো সেখানেই আটকে রয়েছে। এতে করে জনদুর্ভোগ চরম সীমায় পৌছেছে।

ওই সড়ক দিয়ে চলাচল করা অনেকেই ব্রিজটি ভেঙ্গে ঢালাই ব্রিজ নির্মানের দাবি জানিয়েছেনে। এ ব্যাপারে সওজের সাব এসিস্টেন ইঞ্জিনিয়ার রুহুল আজম জানান, ব্রিজের প্লেটের মেরামত কাজ খুব দ্রুত চলছে। আশা করি আজ (মঙ্গলবার) সারাদিন কাজ করলে সন্ধ্যার দিকে যান চলাচল করতে পারবে।