বগুড়ায় সাত জুয়ারীর কারাদন্ড

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন এই সাজা দেন। পরে পুলিশ তাদের বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো-আদমদীঘি উপজেলার উৎরাইল গ্রামের দেলোয়ার হোসেন (৪০), ছোট আখিড়া গ্রামের বকুল হোসেন (৪২), মামুন হোসেন (২৪), জুয়েল হোসেন (৩২), ইউনুস আলী (১৯), শফিকুল ইসলাম (২২) এবং জাহের আলী (৫৫)।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ছোটআখিড়া গ্রামে অভিযান চালালে জুয়া খেলার সময় সাত জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন এদের মধ্যে দেলোয়ার হোসেন ও জাহের আলীকে ১৫ দিন এবং অন্য পাঁচ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেন। পরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।