বাংলাদেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরা সমান অংশিদার – প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

মাদারীপুর প্রতিনিধি: দেশের প্রায় দুই কোটি মা-বোন যাতে ঘরে বসেই রোজগার করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। শেখ হাসিনা সরকার নারীদের অগ্রযাত্রাকে আরো সুপ্রসরিত করেছে। নারীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামের রবিবার সন্ধ্যায় উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলসহ ট্রেনিং সেন্টার ও ডে-কেয়ার সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনা শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আরো বলেন, দেশ আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন করতে কোন সমস্যা নেই। আমরা চাই সব দলের অংশগ্রহণেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হউক। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সব দলই যেন নির্বাচনে অংশগ্রহণ করেন সেটাই আমরা চাই। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আরো বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের মেধার বিকাশ ঘটাতে নারীদের সুযোগ করে দিতে হবে। নারীদের বিভিন্ন কর্মক্ষেত্রে উৎসাহিত করতে হবে। দেশে নারী ও পুরুষ একত্রে কাজ করলে উন্নয়নের গতি তরান্বিত হবে। দেশ হবে স্বয়ংসম্পূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মাদারীপুর-১ (শিবচর) আসনের সাংসদ নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, এ্যাডভোকেট সানজিদা খানম এমপি, রোকসানা ইয়াসমিন ছুটি এমপি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবির, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সজল, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা: সেলিম, ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা বেগম, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, সাবেক মেয়র আ: লতিফ মোল্লা প্রমুখ।

শিবচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মায়া বেগমের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মাদারীপুর জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী।