বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ রংপুর অঞ্চল অনুষ্ঠিত

দিনাজপুরঃ ২৭ অক্টোবর শনিবার দিনাজপুর সায়েন্স একাডেমি’র আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় প্রাঙ্গনে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ রংপুর অঞ্চল অনুষ্ঠিত। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ রংপুর অঞ্চল এর সকল জেলা সমুহ থেকে প্রায় ১২শত শিক্ষার্থী ৩টি কেটাগরিতে অংশ গ্রহণ করে।

সকাল সাড়ে ৯টায় সংগীত গানের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। হাবিপ্রবি’র কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ও দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি ড. বিকাশ চন্দ্র সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র রেজিষ্ট্রার প্রফেসর ড. সফিউল আলম, রংপুর বিভাগীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১৯ এর কো-অর্ডিনেটর মোঃ জিয়াউল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর সায়েন্স একাডেমির সংগঠক মোস্তাফিজুর রহমান রুপম।