বান্দরবানে ক্যাচিংঘাটা বাজার আগুনে পুড়ে ছাই

রিজভী রাহাত, বান্দরবান: আজ ১১ অক্টোবর ভোর ৪টায় বান্দরবান ক্যাচিংঘাটা বাজারে অগ্নিকান্ডে ভষ্মীভূত হয় ১২টি দোকান ও ৯টি বসতঘর। আগুনে ৩টি ব্যাটারী চালিত টমটাম গাড়ী পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ঘটনাস্থলে আগুনে পুড়ে দগ্ধ চার জন হলেন জেসমিন আক্তার, মো.আনিসুর রহমান, জাহাঙ্গীর ও জয়নাল। এদের মধ্যে জেসমিন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।৩জনকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোর ৪টায় আগুন লাগার পর সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলতে থাকে। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টার ফলে ৩ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনা জানতে পেরে সেনাবাহিনীসহ স্থানীয় পৌর কাউন্সিলর শেখর দাশ ও পৌর মেয়র ইসলাম বেবীকে জনগণের পাশে দাড়িয়ে সমবেদনা জানাতে দেখা গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে অগ্নিকান্ডে প্রায় ৮০ লক্ষাধিক অর্থ সম্পদের ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পার্বত্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, সেনাবাহিনী, বান্দরবান পৌরসভা, ও স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগের ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা যায়