বেনাপোলে ৩৬ টি মোবাইল ফোনসহ পাচাকারি আটক

জয়নাল আবেদীন, বেনাপোল প্র‌তি‌নি‌ধি: বেনা‌পোল সীমান্ত থে‌কে ৩৬ টি মোবাইল ফোনসহ মুক্তার আলী নামে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২০ অক্টোবর) দুপরের সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তা‌কে আটক করা হয়।আটক মুক্তার ঢাকার কেরাণীগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর আসে, এক পাচারকারী ভারত থেকে পাচার করা বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে বেনাপোল থেকে একটি পরিবহনে করে যশোরের দিকে রওনা হচ্ছে। এমন সময় আমড়াখালী চেকপোস্টে বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে আসা পরিবহন তল্লাশী করে একটি ব্যাগের ভিতরে ৩৬ টি দামি মোবাইল ফোন পাওয়া যায়। এই সময় ব্যাগের মালিক মুক্তার কে আটক করা হয়।

আটক মোবাই‌লের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক জানান, আটক মুক্তারকে বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে।