ভোলায় আ’লীগের নেতার মোটরসাইকেলে আগুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো:আজিজুল ইসলামের হোন্ডা হুমকি স্বরূপ আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। আজ বুধবার (২৪শে আগষ্ট) মধ্য রাতে দূর্বত্তরা তার সদর উপজেলার গাজীপুর রোডস্থ বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে তার বাসার গেইটের তালা ভেঙ্গে মাহিন্দ্রা হোন্ডাটি দুবৃত্তরা নিয়ে যায় এবং বাসা থেকে দেড়শত গজ দূরে তা আগুনে পুড়িয়ে দেয়।

মাত্র দেড়শত গজ দুরে এঘটনাকে ভাবিয়ে তুলছে সকলকে। এক বছর আগে ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর দেয়া উপহার স্বরূপ সাংগঠনিক কাজের জন্য ব্যবহার করেন এ হোন্ডাটি। তবে অভিযোগের প্রেক্ষিতে সকালেই ভোলা সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: ছগির মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।এলাকাবাসী জানান, আমরা আজ হতভম্ব। আমাদের ধরনা এটি পরিকল্পিত ভাবে এর মাধ্যমে হুমকি দেয়া হলো। ভালো ভাবে আমরা এখানে বসবাস করতে চাই।

তাই প্রশাসনের একটু সজাগদৃষ্টি রাখার আহবান করছি। এখানে নতুন একটি রাস্তা হওয়াতে সারা রাতই চলে মাদকের আখড়া। ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাকে যে পরিকল্পিত ভাবে হুমকি দেয়া হলো এনিয়ে আমার কেনো সন্দেহ নেই। কারন আমি তোফায়েল আহমেদের পক্ষে সারাদিন রাত কাজ করি।

এর আগেও বিরোধী দলের সময় অনেক অত্যাচার নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। এখন আবার এধরনের হুমকি পরিবারের জন্য অশুভ লক্ষন। এবিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: ছগির মিঞা বলেন, আমরা আলামত জব্দ করেছি। মামলা কারার কাজ প্রক্রিয়াধীন।