লালপুরে জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ব্যালি ও মানবন্ধন কর্মসূচী পালিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উ¤মূল বানীন দ্যুতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুরজামান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আইজিএ প্রকল্পের ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।