শেখ রাসেল এর জন্মদিনে দক্ষিণ জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও মিলাদ মাহাফিল

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন আজ। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ‘বঙ্গবন্ধু ভবনে’ জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে কিছু বিপদগামি সেনা সদস্যদের হাতে ঘাতকের নির্মম বুলেট নিহত হন শেখ রাসেল। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। তাঁরই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস, এম বোরহান উদ্দিন এর সভাপতিত্বে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় নগরীর আন্দরকিল্লা পার্টি অফিসে এক আলোচনা সভা ও দোআ মাহাফিলের আয়োজন করে।

এতে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের প্রতি ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া কামনা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা এ সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক: মোঃ আবু তাহের, বাংলাদেশ ছাত্রলীগ সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, আনিসুল হক চৌধুরী, রেহান পারভেজ চৌধুরী, দিদারুল আলম শুভ, আবদুল্লাহ আল নোমান, আনিসুল হক চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন সিকদার, মামুনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন মানিক, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাইনুল মান্নান ও উপ-গ্রন্থাগার সাহাবুদ্দিন।