শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছে – আ খ ম জাহাঙ্গীর হোসাইন (এম,পি)

মাহামুদুল হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছে এবং দেশের দক্ষিনা লের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পটুয়াখালী জেলার গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার রনগোপালদী-উলানিয়া নদীতে নির্মিত ২শত ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য চারবার নির্বাচিত এম,পি সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী গণমানুষের নেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইন এ কথা বলেন।

পটুয়াখালী ৩ আসনের গলাচিপা-দশমিনা উপজেলার দীর্ঘদিনের আকাঙ্খিত রনগোপালদী-উলানিয়া ব্রীজ নির্মিত হওয়ায় দুই উপজেলার হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হওয়ায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে দুই উপজেলার হাজার হাজার জনতার উপস্থিতিতে গতকাল শনিবার বেলা ১২ টায় ব্রীজের দু’পাশে আনন্দ উল্লাসে এবং ব্রীজকে রঙ্গিন সাঁজে সজ্জিত করে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদ্বয় হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মতিউর রহমান,

অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরিশাল এলজিইডি ফারুক আহমেদ, প্রকল্প পরিচালক আবু হাসেম, তত্ত্ববধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, নুর হোসেন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন জালাল আহমেদ, পটুয়াখালী সহকারী নির্বাহী প্রকৌশলী মো: হানিফ মিয়া, গলাচিপা উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু: সামসুজ্জামান লিকন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, গলাচিপা উপজেলা প্রকৌশলী মো: আতিকুর রহমান তালুকদার ও দশমিনা উপজেলা প্রকৌশলী রতন কৃষ্ণ চৌধুরী, গলাচিপা আ’লীগ এর সহ সভাপতি হাজী মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো: শাহআলম।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে সারা দেশে ব্রীজ, কালভার্ট, গ্রামীণ পাকা রাস্তা, হাট বাজার উন্নয়ন সহ ইউনিয়ন, উপজেলা ও জেলা সংযোগ সড়ক উন্নয়ন করে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বাংলার মানুষ চিরদিন স্মরণ করবে। এছাড়া তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ সহ দেশের দক্ষিনা লের জেলা সমূহের নানাবিধ উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে দক্ষিনা লের মানুষকে উন্নয়নের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ করেছে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার লক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কার সমর্থনে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা-দশমিনা উপজেলার আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী, স্থানীয় সুধীবৃন্দ, দুই উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত থাকে। ব্রীজ উদ্বোধনের পূর্বে বেলা ১১ টায় দশমিনার আলীপুরা বাজার সংলগ্ন সুতাবাড়িয়া নদীতে ৪ শত ২৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজে প্রধান অতিথি ও এলজিইডির প্রধান প্রকৌশলী ভিত্তি প্রস্তর স্থাপন করেন।