শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৮ শিক্ষাবর্ষের পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় সোমবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কালিঘাট রোডস্থ আইডিয়াল স্কুল ক্যাম্পাসে এক দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, দীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জনা সিনহা, মৌলভীবাজার আল ইত্তেহাদ আর্ন্তজাতিক মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, দীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নুর উদ্দিন নুরু এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক নুরুল ইসলাম।

অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, আখিনুর মল্লিকা হোসেন এবং রেশমী আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে।