সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয়ে ঝাপিয়ে পড়তে হবে হুইপ ইকবালুর রহিম এমপি

সাহেব, দিনাজপুর: দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম অধিকার, নিরাপত্তা ও প্রতিষ্ঠিত হওয়ার স্বার্থে হিন্দু সম্প্রদায়কে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয় করার জন্য দায়িত্ব নিতে হবে উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি জামায়াত হিন্দু সম্প্রদায়কে এ দেশের নাগরিক নয় এমন ষড়যন্ত্র কলাকৌশল করে এ স্বপ্ন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বিএনপি জামায়াতের শাসনামলে হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীন হিসেবে দিন কাটিয়েছে।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আসার পর হিন্দু সম্প্রদায় নিরাপত্তা সহ এ দেশে সমধিকার প্রতিষ্ঠিত করেছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল মানুষের সমধিকার রয়েছে এদেশে। মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে এ দেশ। তাই সকল দ্বিধা দন্দ্ব, লোভ লালসাকে পিছনে ফেলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয়ে ঝাপিয়ে পড়তে হবে। হুইপ সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যফন্টের ছায়াতলে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এ ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

৩০ অক্টোবর মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর রাজবাড়ী কান্তজিউ মন্দির প্রাঙ্গনে জেলা পুজা উদযাপন পরিষদ আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পুজা উদযান পরিষদের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উত্তম কুমার এর পরিচালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজি ঘোষ কাকন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান দিনাজপুর জেলার আহবায়ক সুনীল চক্রবর্তী, সদস্য সচিব রতন সিং প্রমুখ। একই দিন হুইপ ইকবালুর রহিম এমপি ১০ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার বেলবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর, সদরপুরে হর্টি কালচার-এর নব নির্মিত অফিস ভবনের, নশিপুর হাট হতে ফার্মের হাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের এবং নুরজাহান কামিল মাদ্রাসার ৪ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এ সময় পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর ডিএই অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল ওয়াজেদ, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সদর উপজেরা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ২ নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অসোক চৌধুরী, ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়াম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ।