সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় ২০১২-১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ৩য়, ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ প্রত্যাশীদের অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পাান করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ৩য়, ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার জন্য সাতক্ষীরা সিভিল সার্জনের অধীনে মোট পদ সংখ্যা ছিল ৭২টি। এই ৭২টি পদের বিপরীতে পরীক্ষা দিয়েছিল অসংখ্যা প্রার্থী। লিখিত পরীক্ষায় সফলকাম হয় ২১৬ জন এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে। ৩য়, ৪র্থ শ্রেণির কর্মচারীরা লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করে ২০১৩ সালের ২৬ শে এপ্রিল। ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একই বছরের ২২ শে আগস্ট। এরপর সাতক্ষীরার তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হকের মন্ত্রীত্ব বদল হওয়ায় বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর আমলে নিয়োগটি স্থগিত হয়ে যায়। একযোগে সারা বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সমাপ্ত হয়।

কিন্তু দুঃখের বিষয় ৯টি জেলায় সাতক্ষীরা, নোয়াখালী, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, নওগাঁ, নড়াইল, যশোর ও বরিশাল জেলায় ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়। ৯টি জেলায় ৯১১টি শুন্যপদে চাকরি প্রত্যাশীরা হাইকোর্টে রিট করে যার পিটিশন নং-৪৭৪৭/১৪ তারিখ ২৬/০৪/১৫। যার বিরুদ্ধে সরকার পক্ষ হতে আপিল করা হয় যার নং- ৫৩৯/১৭ কিন্তু আপিল মামলাটি ০২/০১/১৮ তারিখে খারিজ হয়ে বর্ণিত রিট মামলা ২৬/৪/১৫ তারিখের রায় বহাল থাকে। সরকার কর্তৃক পরবর্তীতে ৫৩৯/১৭ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের ডিভিশনে সিভিল রিভিউ পিটিশন করেন যার নং- ১৮০/১৮। উক্ত রিভিউ মামলায় ২১/০৫/১৮ তারিখের রায়ে আপিল মামলার রায় বহাল থাকে। বর্তমান সময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে মৌখিক পরীক্ষার ফলাফলের আশায় চাকুরী প্রত্যাশী বেকার যুবকরা অবস্থান ধর্মঘট করে। বর্তমান সময়ে বেকার যুবকরা জেলার ৭টি উপজেলার কমপক্ষে ৭জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে এই প্রার্থীর মধ্যে। বেকাররা অর্থাভাবে এখন ধুকে ধুকে মানবেতর জীবনযাপন করছে। অসংখ্য বেকার যুবক এই প্রতিবেদককে জানিয়েছে ব্যক্তিগত ভাবে আমাদের চাকুরি না হয় না হউক। কিন্তু যাদের ফলাফলে চাকুরি হয়েছে তারা তাদের চাকুরি ফিরে পাক আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।