সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

জয়নাল আবেদীন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ক যৌথ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) এর ২৫ সদস্যদের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে দিয়ে বাংলাদেশে এসেছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায়।

বিজিবি সূত্রে জানায়, বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট সনী কুমার এর নেতেৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে ১০ জন কর্মকর্তা ও ১৫ জন সদস্য রয়েছেন। ১৫ অক্টোবর থেকে চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১১ দিনব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা। আগামী ২৭ অক্টেবার বেনাপোল দিয়ে বিএসএফ প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করবে।

এর আগে ২৫ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ফুল দিয়ে অভ্যর্থনা জানান।