সৃজনে উন্নয়নে বাংলাদেশ, উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই শ্লোগান মুলমন্ত্র করে সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে সাংস্কৃতিক উসব ও মেলা ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো.আব্দুস সাত্তার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.হুমায়ুন কবীর, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মো.সাইফুল বারী ডাবলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফিরোজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, পৌর কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব।

অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার সারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক, খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশিদ, ভেটেরিনারী সার্জন ডা.রায়হান, উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুর রহমান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের আমলে দেশের মধ্যে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন রোধ, মাদক দ্রব্যের নিয়ন্ত্রণসহ দেশের অভূত উন্নয়ন নিয়ে সাধারণ জনগণকে উসাহিত করে। শেষে উপজেলা সাংস্কৃতিক একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।