হয়রানি থেকে বাঁচানোর জন্যই কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ মানুষকে হয়রানি থেকে বাঁচানোর জন্যই কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করা হয়েছে। আমরা সব সময় মানুষের শান্তি চাই। তাই সাধারণ মানুষের শান্তির জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। এলাকার ছোটখাটো অপরাধমূলক ঘটনা কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যাতে সাধারণ মানুষকে থানা বা কোর্টে যেতে না হয়। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

বুধবার বিকেল ৪টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,

সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম প্রমুখ।