৩১ অক্টোবর ধ্রুব টিভিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’

মাহাবুব এক স্বাধীনচেতা যুবক। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেটি শুধুমাত্র নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে সফলতা অর্জন করতে চায়। সবাই যখন চাকরির পেছনে ছুটছে, মাহাবুব তখন ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেয়। সমাজ, এমনকি কাছের মানুষের সঙ্গে দুরত্ব তৈরি হয়। প্রেমিকা রাইসার সঙ্গে টানাপোড়েন। তবু নিজের কাজের প্রতি সম্মান ও একাগ্রতা নিয়ে সে এগোয়। মাহাবুব কি পারবে এসব প্রতিকূলতা জয় করতে। তেমনই এক গল্প নিয়ে রাহিতুল ইসলামের উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প।’

গত ১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্যও করেছেন লেখক নিজে। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রাইসা চরিত্রে তানজিন তিশা। চলচ্চিত্রটি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ্।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে তিশা বলেন, ‘এই কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্য নির্ভর।’

ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে সত্বাধিকারি ধ্রুব গুহ বলেন, ‘আসলে এমন একটা গল্প আমাদের দেশের তরুণদেরকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে। বাংলাদেশকে বিশ্বের দুয়ারে তুলে ধরছে যারা তাদের নিয়ে এমন গল্প আসলেই প্রসংসিত। ফ্রিল্যান্সিং পেশার এই গল্পটি আমার কাছে দারুণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।’

আউটসোর্সিং ও ভালবাসার গল্প উপন্যাসের লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। অথচ সরকারি, বেসরকারি যে কোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের অনেকটা স্বাধীনতা রয়েছে। উপন্যাসটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি মাহাবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। আশা করি সবার ভালো লাগবে।’
আউটসোর্সিং ও ভালবাসার গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি দেখতে যেতে হবে http://bit.ly/dhrubatv এই ঠিকানায়।