টাঙ্গাইল-৮ এ জাতীয় পার্টির মনোনয়ন পেলেন কাজী আশরাফ সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে মহাজোটের সাথে সমঝোতা না হলে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে তিনি নির্বাচন করবেন বলে জানান কাজী আশরাফ সিদ্দিকীর ভাগনে কেন্দ্রীয় বে- সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সভাপতি নাজমুল হাসান রেজা।

আজ সোমবার (২৬ নভেম্বর) কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার কাজী আশরাফ সিদ্দিকীর হাতে এ মনোনয়নপত্র তুলে দেন। এ দিকে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কাজী আশরাফ সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা আনন্দিত ও অনেকটা চাঙ্গা হয়ে ওঠেছে। সখীপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডাঃ শাহাদত হোসেন বলেন, আমরা বাসাইল-সখীপুর দুই উপজেলার নেতাকর্মীরাই এখন আগের তুলনায় অনেক শক্তিশালী ও উজ্জীবিত।

শেষ পর্যন্ত মহাজোটের সাথে কোনো সমঝোতা না হলে ও জাতীয় পার্টির বর্তমান অবস্থান টিকে থাকলে টাঙ্গাইল-৮ আসনের নির্বাচন ত্রিমুখী হবে বলেও মনে করেন তিনি।