শাহিনুর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাপা প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এম আবু তালহাকে গনসংবর্ধনা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী।
মঙ্গলবার দুপুরে বনপাড়া জাপা মনোনীত তালিকার ৪৮ টি আসনের মধ্যে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে জাপা প্রার্থী এমএম আবু তালহা মনোয়ন পেয়ে নিজ এলাকায় ফেরার পথে বিশাল মটরসাইকেল বহর নিয়ে বনপাড়া বাইপাসে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় হাজার হাজার নেতাকর্মীরা।
এসময় লালপুর ও বাগাতিপাড়া উপজেলা জাপার সভাপতি যথাক্রমে রাশেদুল ইসলাম ও আব্দুল গনি, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রজব আলী ও আব্দুল আজিজ।