ইসলামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টাবীজ ও সার বিতরণ – এমপি

সাহিদুর রহমান,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ভুট্টাবীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২ হাজার ৩’শ ১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা, ভুট্টা, বিটিবেগুন, বোরা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্তরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের কৃষি অতিরিক্ত উপপরিচালক (পিপি) সাইফুল আজম খান, উপজেলা কৃষি অফিসার সাকাওয়াত হোসেন, এম এ সামাদ পারভেজ মোমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি তছির উদ্দিন প্রমূখ।

পরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন। জানা যায়, বিঘা প্রতি সরিষা ১প্যাকেট, ভুট্রা ২ প্যাকেট, বিটি বেগুন ২০গ্রাম, বোরো ৫ কেজি বীজ এবং ডিএসপি ২০ কেজি, এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।