উপকূল রক্ষায় জলবায়ু তহবিল থেকে বরাদ্ধ বৃদ্ধির দাবীতে পটুয়াখালীতে মানব বন্ধন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ ২৪ তম বৈশ্বিক জয়বায়ু সম্মেলনকে সামনে রেখে পটুয়াখালীতে বিভিন্ন সেচ্ছাসেবী ও বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী সার্কিট হাউস’র সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন থেকে উপকূল রক্ষায় আন্তর্জাতিক সহাযোগীতা বাড়াতে সরকারের অবস্থান জোড়ালো করার পাশাপাশি জলবায়ু সবুজ তহবিল থেকে অভিযোজন খাতে ৫ শতাংশ বরাদ্ধ বৃদ্ধি দাবী তোলা হয়।

মানব বন্ধনে জেলা জলবায়ু ফোরামের সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম, কোস্ট ট্রস্ট এর সমন্বয়ক আবেদ হাসান, সেচ্ছাসেবক লিডার জহিরুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আগামী ২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পোর্টল্যান্ডে ২৪ তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।