কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বিভিন্ন দলের ৯জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের ৯জন প্রার্থী বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি আতিয়ার রহমান মুন্সি, সাধারন সম্পাদক নুরুজ্জামান সরকার, জাপা নেতা বিএম আবুল হোসেন, আব্দুর রফিক, কফিল উদ্দিন, কয়ছার আলী, মহিউদ্দিন সরকার, মাহমুদুর রহমান বকুল, সিরাজুল ইসলাম সিরাজ, আলম মিয়াসহ যুবসংহতি ও ছাত্রসমাজের নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফরহাদ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরদার, আমিনুল ইসলাম ফুলু, আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার মঙ্গাসহ দলের নেতাকর্মীরা।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক এম. এ মতিন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, সহ সাধারন সম্পাদক মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক সরদার আল মামুন সবুজ, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলিমসহ যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক, জাতীয় পার্টি (জেপি)’র প্রকৌশলী মঞ্জুরুল হক, কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র কমরেড দেলওয়ার হোসেন, বাসদের সাঈদ আক্তার আমিন, কৃষক শ্রমিক জনতালীগের হাবিবুর রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা গোলাম মোস্তফা দুলাল।