গলাচিপা সরকারি কলেজের বহুতল সম্প্রসারণ ভবন উদ্বোধন

মাহামুদুল হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সময়ের চাহিদা অনুযায়ী দেশের শিক্ষার উন্নয়নে সারা দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাতিকে শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষার পরিবেশকে অধিকতর উন্নত করার কাজ করে চলছে। গতকাল শুক্রবার গলাচিপা সরকারি কলেজের বহুতল সম্প্রসারণ ভবন উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বারবার নির্বাচিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার আ খ ম জাহাঙ্গীর হোসাইন এম,পি এ কথা বলেন।

বহুতল সম্প্রসারিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন, আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, আ’লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মজিবুর রহমান, এ্যাডভোকেট মো: শামিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো: শাহআলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি মু: শাহরিয়ার কামরুল, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান মোল্লা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, আধুনিক বাংলাদেশে বি-নির্মাণে শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে যে দৃশ্যমান অবকাঠামো নির্মাণ করেছে দেশের মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা সহ তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি হয়ে দেশের উন্নয়নে কাজ করার অনুরোধ করেন এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় ভোট দিয়ে দেশের উন্নয়নে আ’লীগ এর নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ আ: রশিদ প্রমুখ। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ১ কোটি ৩৫ লক্ষ ২২ হাজার টাকা ব্যায়ে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের বহুতল সম্প্রসারিত ভবন নির্মাণ করা হয়েছে।