চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়নপত্র দাখিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি, মামুন মোল্লাঃ চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে আওয়ামীলীগ বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চুয়াডাঙ্গা -১ ( আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসনে ১১ এবং চুয়াডাঙ্গা-২( দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে ৭ জন রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন।

চুয়াডাঙ্গা-১ আসেন মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আ.লীগ), অহিদুল ইসলাম বিশ্বাস (বিএনপি), মোহাম্মেদ শামসুজ্জামান দুদু (বিএনপি), শরীফুজ্জামান শরীফ (বিএনপি), লে.কর্ণেল অব.সৈয়দ কামরুজ্জামান (বিএনপি), এম সবেদ আলী (জাসদ-ইনু), তৌহিদ হোসেন (জেএসডি), সোহরাব হোসেন এ্যাডভোকেট (জাতীয় পার্টি), জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ ), আলমাছ হোসেন (বাংলাদেশ জাকের পার্টি) ও মেরিনা আক্তার (বাংলাদেশ মুসলিম লীগ)।

অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বর্তমান সংসদ সদস্য আলী আজগার (আ.লীগ), মাহমুদ হাসান খান বাবু (বিএনপি), রুহুল আমীন ( জামায়াত স্বতন্ত্র) , হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল লতিফ খান (জাকের পার্টি) , লালন আহমেদ (গণফ্রন্ট) ও নুর হাকিম (স্বতন্ত্র)। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, সহকারি রিটার্নিং অফিসার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত মান্নান, দামুড়হুদার ইউএনও রফিকুল হাসান ও জীবননগরের ইউএনও সিরাজুল ইসলাম এসব মনোনয়নপত্র গ্রহণ করেন।

সন্ধ্যায় জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে মোট ১৮ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রতিটি প্রার্থীকেই নির্বাচনী আচারণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।