জীবননগর উপজেলার মুখপাত্র জীবননগর বার্তার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গনমানুষের মুখপাত্র জীবননগর বার্তার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকালে উপজেলার থ্রী স্টার রেস্টুরেন্টের হলরুমে জাকজমক পূর্নভাবে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। সাপ্তাহিক জীবননগর বার্তার

সম্পাদক ও প্রকাশক শামসুল আলম আগামী দিনের পথচলায় পাঠক ও পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন আগামীতে সকলের সহযোগিতায় মাধ্যমে পত্রিকার উত্তরোত্তর সাফল্য সাধিত হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। তিনি তার বক্তব্যে পত্রিকার সম্পাদক কে অভিনন্দন জানান যে জীবননগর বাসীর একমাত্র মুখপাত্র হিসেবে পত্রিকাটি দায়িত্ব পালন করেছে। পত্রিকা যেন প্রতিনিয়ত প্রকাশিত হয় সেজন্য তিনি সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এছাড়াও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু, জীবননগর প্রসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল সিদ্দিকী বাবু,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবীর,সাংবাদিক সমিতির সহ-সভাপতি জামাল হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মার্সেল শোরুমের স্বত্বাধীকারী অবসর প্রাপ্ত লেফটেনেন্ট মুজিবর রহমান, সহ-সাধারন সম্পাদক মিঠুন, অর্থবিষয়ক সম্পাদক মারুফ মালেক, জীবননগর থানার সেকেন্ড অফিসার নাহিরুল ইসলাম,সাংবাদিক আকিমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, সময়ের সমীকরন পত্রিকার ব্যুরো চিফ জাহিদ বাবু, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, প্রচার সম্পাদক রমজান আলী, জাহিদুল ইসলাম মামুন, মতিয়ার রহমান, রফিক শাহ, রকি, ইন্তাজ আলী, তারিকুর রহমান, নুর আলম, নিলুফার ইয়াসমীন রানী, আব্দুর রশিদ, জাকীর হোসেন

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।