টাঙ্গাইলের ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। বৃহস্পতিবার(১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী মোট ১০টি প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনকৃত প্রকল্প গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ধনবাড়ী উপজেলায় থানা ভবন, সখীপুর উপজেলায় অনার্স কলেজের চারতলা ভবনের নির্মাণসহ ৭টি প্রকল্প ও টাঙ্গাইলের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপন।

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান, টাঙ্গাইল-৮ (সখীপুর) আসনের এমপি অনুপম শাহজাহান জয়, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারী – বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়।