ধুনটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জিল্লুর রহমান.ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ২০১৮-১৯ অর্থ বছরের রবি ও খরিপ-১ মৌসুমে প্রণোদনা’র ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজলো পরিষদ চত্বরে ২১৯০ কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরন করা হয়।

উপজেলা নিবার্হি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসনি আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ সেলিম।