ধুনটে জ্ঞানের দিশারী পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জিল্লুর রহমান. ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আড়কাটিয়া কমিউনিটি পেজের তত্বাবধানে ‘জ্ঞানের দিশারী’ নামে একটি পাবলিক পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফিতা কাটার মধ্যদিয়ে পাঠাগারের উদ্বোধন করা হয়। পরে অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক এসএম শাহজাহান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জর্জকোর্ট বগুড়া এর এপিপি এ্যাড.আশরাফ হোসাইন।

আড়কাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়কাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সোনামুখি ফাজিল মাদ্রাসার প্রভাষক, আমরা ধুনটবাসী সংগঠনের পরিবেশ ও সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নাবিল, চিকাশী বিএম কলেজের সহকারী অধ্যাপক ইউনুস আলী, আড়কাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর জাহান বেগম, সমাজসেবক নজরুল ইসলাম, সহিদুর রহমান, শফিকুল ইসলাম চপল, সাইদুর রহমান রঞ্জু, শহিদুল ইসলাম, শিউল রহমান, আমরা ধুনটবাসী সংগঠনের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, প্রেস ও মিডিয়া সম্পাদক কারিমুল হাসান লিখন, সহ পরিবেশ ও সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন সবুর।

এসময় আরো উপস্থিত ছিলেন, জ্ঞানের দিশারী পাঠাগারের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউনুস আলী, ডা. হাসান আলী, আনোয়ার হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম চান্দু, এনামুল হক শাহীন, ওসলিম রেজা, জ্ঞানের দিশারী পাঠাগার কমিটির সভাপতি ফারাইজুল ইসলাম টুটুল, সহ সভাপতি আব্দুল মমিন, সাধারন সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্বপাদক আসিফ সরকার প্রমূখ।