ধুনটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে দুর্বৃত্তের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন হয়েছে। এতে প্রায় মাছ চাষী স্বপন জোয়াদারের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে।

মাছ চাষী স্বপন জোয়াদার বলেন, আমি ২ বছর পূর্বে ৯০ শতক জমিতে পুকুর খনন করে এনজিও থেকে ঋন নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। শনিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। রবিবার সকালে মাছের খাদ্য দেওয়ার জন্য পুকুরে গিয়ে দেখতে পাই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমারা প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পুকুরে বিষ প্রয়োগের কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে আাইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।