নন্দীগ্রামে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওয়ার্কশপ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এর আয়োজনে দিনব্যাপী অটিজম ও নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওয়ার্কশপের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এসময় বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, প্রভাষক আবু সাঈদ, মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার প্রমুখ।