নীলফামারীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শাহিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের র‌্যাব-১৩ ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদরের যাদুরহাট, বাবরিঝাড় ও দারোয়ানী টেক্সটাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা।

এ সময় ফ্রিজে রাখা পচা মাংস বিক্রি ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পাউরুটি এবং অবৈধভাবে ধূমপানের বিজ্ঞাপন প্রচারের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পাশাপাশি মেয়াদোর্ত্তীণ বিভিন্ন খাদ্য পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।