নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে নড়াইলের ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়ামে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, অধ্যাপক জয়দেব চন্দ্র সাহা, শাহানারা বেগম, মোঃ আবু বক্কর সিদ্দিক, নড়াইল পৌর কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান রউফ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক সমস্যা এখন সবচেয়ে বড় সমস্যা।

নড়াইলকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ মাদক প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করছে। গত এক বছরের মাদক প্রতিরোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর কাজ অত্যন্ত প্রশংসনীয়। তদুপরি, বর্তমান পরিদর্শকের এ প্রকার ব্যাপক গণসচেতনতার কারণে এ জেলায় সম্প্রতি মাদক অপব্যবহার দৃশ্যমানভাবে হ্রাস পেয়েছে। নড়াইল পৌর কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু বলেন, সচেতনতাই মাদক অপব্যবহার রোধের অন্যতম উপায়। আসুন আমরা নিজেরাই মাদক সেবন থেকে বিরত থাকি। সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকবো। মাদকমুক্ত নড়াইল গঠনে এই হোক আমাদের অঙ্গীকার।

নড়াইল জেলা জেলা কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব বিদ্যু বিহারী নাথ বলেন, মাদক রাষ্ট্রের সকল অর্জনকে ঘুণপোকার মতো খেয়ে ফেলছে। মাদক অপব্যবহার রোধ করতে না পারলে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন কখনোই আলোর মুখ দেখতে পাবে না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, তাই এখুনি মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করা জরুরি। তাছাড়া, নেশার কারণে ছাত্রছাত্রীরা যোগ্য ও সবল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। নেশায় স্মৃতি নষ্ট হয়, কর্মক্ষমতা হ্রাস পায়, ভালো ও মন্দের বিচার করার ক্ষমতা নষ্ট হয়, হ্যালুসিনেশন বা দৃষ্টিবিভ্রম হয়, গ্যাস্ট্রিক আলসার, লিভার সিরোসিস হয় এমনকি যৌনক্ষমতাও হ্রাস পায়।

অতএব, সুস্থ ভবিষ্যতের জন্য আমাদেরকে অবশ্যই মাদকমুক্ত থাকতেই হবে। সভাপতি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রশংসনীয়ভাবে বিগত এক বছরে নড়াইলে দৃশ্যমান হারে মাদক নির্মূলে অক্লান্ত পরিশ্রম করেছেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিনের আগমনে এখন মাদক ব্যবসায়ীরা প্রায় সকলেই নড়াইলছাড়া।

তদুপরি নিয়মিতভাবে মাদক সেবনের ভয়াবহ ক্ষতিসমূহ সকলের গোচরে উপস্থাপনের এ প্রকার গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরলস প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। এ ধরণের উদ্যোগ নিয়মিত অনুষ্ঠিত হোক, জনমনে মাদকবিরোধী সচেতনতা বাড়ুক, আমরা মাদকমুক্ত নড়াইল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি।