ভৈরব নদীর উপর জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের উদ্যোগে বাঁশের সাকো নির্মান

মামুন মোল্লা,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর, রঘুনন্দপুর, লক্ষিপুর থেকে আগত শিক্ষার্থীদের যাওয়া আসার সুবিধার জন্য বাঁশের সাকো নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

জীবননগর এ্যাকটিভ সিটিজেনের উদ্যোগে, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্র ও এ্যাকটিভ সিটিজেনের সহযোগিতায় জীবননগর পৌর এলাকার আশতলা পাড়ায় জীবননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার সুবিধার্থে এ সাকো নির্মান করা হবে জানান বন্ধু রক্ত দান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি ও সম্পাদক মিঠুন মাহমুদ।

সাঁকো নির্মান কাজের উদ্ধোধনী সময় উপস্থিত ছিলেন ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ,হাসি খাতুন, বাঁকা ইউপি সদস্য আঃ মান্নান, সাংবাদিক চাষী রমজান, রায়হান মাসুদ, শুভ, মুরাদ, পাপ্পা, জনি, ইব্রাহিম, রনি, জ্যাকি, শাকিব হোসেন রবিন, রকি, লাবনী, মিম, নাছরিন, বন্যা, পুস্প, সোনিয়া খাতুন, সিমা সহ প্রতাবপুর গ্রামবাসী উপস্থিত ছিলেন।