ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে সেমিনার অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম প্রতিনিধিঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ নভেম্বর সোমবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসন,দিনাজপুর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম-এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী’র সঞ্চালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোছাঃ মমতাজ বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ সুজাউর রহমান সূজা, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা, জেলা ড্রাগ সুপার মোঃ রফিকুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহির শাহ্ধসঢ়;, জেলা ফায়ার সার্ভিস ডিফেন্স’র সহকারি পরিচালক আনিসুর রহমান, জেলা মার্কেটিং অফিসার মোঃ রবিউল হাসান, পল্লীশ্রী’র ম্যানেজার সুরাইয়া আকতার, প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী, জেলা ক্যাবের নির্বাহী সদস্য ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, অনুঘটকের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ সাখা, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ্ধসঢ়;, বাংলাদেশ ব্রেড,বিস্কুট ও কনফেকসনারী প্রস্তুতকার সমিতির উকত্তর বঙ্গ পরিষদের সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী প্রমুখ।

এছাড়াও সেমিনারে শহরের বিভন্ন ফল ব্যসায়ি, ঔষুধ দোকান মালিক, মাচা বাজার ব্যবসায়ি, গণমাধ্যমের সংবাদকর্মী, বিভিন্ন কোকান ব্যবসায়িসহ ভোক্তার সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ির প্রতিনিধি উপস্থিত ছিলেন।