মনোনয়ন জমাদানের শেষ দিনে বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনে বিভিন্ন দলীয় ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর বুধবার সারাদেশের ন্যায় বগুড়া-৫, শেরপুর-ধুনট আসনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ আসনের বিভিন্ন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের কাছে দাখিল করেন।

২৮ নভেম্বর বুধবার বেলা ১২টার দিকে মনোয়নপত্র পত্র দাখিল করেন সরকার দলীয় (আওয়ামীলীগ) প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বেলা সাড়ে ১২টার দিকে ঐক্যফ্রন্টের তথা বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র পক্ষে সাবেক সাংসদ আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ ও বেলা ১টার দিকে বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব জানে আলম খোকা, এরপর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর পক্ষে রঞ্জন কুমার দে, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি(সিপিবি)’র প্রার্থী সন্তোষ কুমার পাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান(জামায়াত নেতা) আলহাজ্ব মাও: মো. দবিবুর রহমান, ও ইসলামী ঐক্য জোটের পক্ষে মো. নজরুল ইসলাম। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু, জাসদ(ইনু) এর পক্ষে রাসেল মাহমুদ।

এ নিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বেলা ৪টা পর্যন্ত শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের কাছে ৭জন প্রার্থীসহ এর আগে ২জন মিলে মোট ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আছিয়া খাতুন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলামসহ মনোনয়নপত্র জমাদানকালে বিভিন্ন দলীয় প্রার্থীদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উক্ত মনোনয়নপত্র জমাদানকালে আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন দলীয় নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল উপজেলা পরিষদ চত্বরে। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য শেরপুর থানা পুলিশ টিম সর্তকাবস্থানে ছিলো।