শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে একটি গ্রহনযোগ্য নির্বাচন করা যায় তা নিয়ে কাজ করছে জাতীয় পার্টি – জাপা মহাসচিব

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি: জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে একটি গ্রহনযোগ্য নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে কাজ করছে জাতীয় পার্টি। ৫ নভেম্বর সরকারের সাথে জাতীয় পার্টির সংলাপ অনষ্ঠিত হবে। আর সেখানেই এ বিষয়গুলো নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

জাপা মহাসচিব আজ (বৃহস্পতিবার ০১ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ডিসি স্কোয়ারে স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য নাসরিন জাহান রতœা এমপি। পটুয়াখালী ডিসি মে প্রায় ১০ হাজার অসচ্ছল মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন জাপা মহাসচিব।